তিন বছর বয়সেই তবলা বাজাতে শুরু করেন বাপ্পী লাহিড়ী,চার বছর বয়সেই পেয়েছিলেন ‘বিস্ময় বালক’ সম্মান

তার আসল নাম অলকেশ লাহিড়ী | কিন্তু সেই নামে তাকে বোধহয় খুব কম লোকেই চেনে | তিনি সকলের কাছেই বাপ্পী লাহিড়ী বা বাপ্পীদা বলেই পরিচিত | ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বাপ্পী লাহিড়ী | বাবা অপরেশ লাহিড়ী ছিলেন একজন বাংলা সঙ্গীতের জনপ্রিয় গায়ক। মা বাঁশরী লাহিড়িও ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ও গায়িকা | সংগীত শিল্পী কিশোর কুমার সম্পর্কে তার মামা | মা বাবার মাধ্যমেই সঙ্গীত জগতে হাতেখড়ি বাপ্পী লাহিড়ীর | তিন বছর বয়সেই তবলা বাজাতে শুরু করেন | ওই বয়সেই তবলা বাজিয়েই সকলকে তাক লাগিয়ে দিতেন তিনি | চার বছর বয়সেই কলকাতা শহরে ‘বিস্ময় বালক’ সম্মান পেয়েছিলেন | লতা মঙ্গেশকরও অপরেশ বাঁশরীর সঙ্গীতানুষ্ঠানে তবলা বাজানো দেখেই বলেছিলেন এই বিস্ময় বালক একদিন কিংবদন্তি শিল্পী সুরকার হবে |
বাপ্পী লাহিড়ী মাত্র ১৯ বছর বয়সে দাদু (১৯৭২) নামক বাংলা চলচ্চিত্রে প্রথম কাজ করেন | এরপর চলে আসেন মুম্বাই | ১৯৭৩ সালে নানহা শিকারী ছবিতে কাজ করেন | এরপর তাহির হুসেনের জখমী (১৯৭৫) চলচ্চিত্রে কাজ করেন। এই সিনেমায় তিনি গান রচনা করেছিলেন,এমনকি গানও করেছিলেন | এরপর রবিকান্ত নাগাইচের সুরক্ষা ছবিতে গান গেয়ে সঙ্গীতকার হিসেবে জনপ্রিয়তা পান বাপ্পী লাহিড়ী | কিন্তু বাপ্পী লাহিড়ী সারা ভারতে জনপ্রিয় হয়ে ওঠেন ডিস্কো ডান্সার সিনেমায় সঙ্গীত পরিচালনা করে | সমগ্র ভারতবর্ষে তিনি ‘ডিস্কো কিং’ নামে পরিচিত হন |
বহু সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পী লাহিড়ী | তার মধ্যে অন্যতম, এক বার কহো (১৯৮০); সুরক্ষা; ওয়ারদাত; আরমান; চলতে চলতে; কমাণ্ডো; ইলজাম; পিয়ারা দুশমন; ডিস্কো ড্যান্সার; ড্যান্স ড্যান্স; ফিল্ম হি ফিল্ম; সাহেব; টারজান; কসম পয়দা করনে ওয়ালে কি; ওয়ান্টেড: ডেড অর এলাইভ; গুরু; জ্যোতি; নমক হালাল; শরাবী (১৯৮৫: ফিল্মফেয়ার সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার); এইতবার; জিন্দাগী এক জুয়া; হিম্মতওয়ালা; জাস্টিস চৌধুরী; নিপ্পু রাব্বা; রোদী ইন্সপেক্টর; সিমহাসনম; গ্যাং লিডার; রৌদী অল্লাদু; ব্রহ্মা; হাম তুমহারে হ্যায় সনম এবং জখমী ইত্যাদি | বাপ্পী লাহিড়ী নিজের লিখিত বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন। উল্লেখযোগ্য গানের মধ্যে অন্যতম – রাহি হু মে (ওয়ান্টেড: ডেড অর এলাইভ); বোম্বাই সে আয়া মেরা দোস্ত (আপ কি খাতির); মৌসম হ্যায় গানে কা (সুরক্ষা); তুম জো ভি হো (সুরক্ষা); তু মুঝে জান সে ভি পিয়ার হ্যায় (ওয়াদাত); ইয়াদ আ রাহা হ্যায় (ডিস্কো ড্যান্সার); সুপার ড্যান্সার (ড্যান্স ড্যান্স); দেখা হ্যায় ম্যায়নে তুমহে ফির সে পলাতকে (ওয়ারদাত); দিল মে হে তুম (সত্যমেব জয়তে); জে লা লা (টারজান); বাম্বাই নাগারিয়া (ট্যাক্সি নং ৯২১১) |
বাপ্পী লাহিড়ীর সুরে বিখ্যাত গানগুলির মধ্যে উল্লেখ্য – চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা; দিল সে মিলে দিল, দিল সে মিলে দিল (দিল সে মিলে দিল); মুসকুরাতা হুয়া (লাহো কে দো রং); চার দিন কি জিন্দেগী হ্যায় (এক বার কাহো); ধীরে ধীরে সুবহ হুয়ে (হৈসিয়াত); মান হো তুম (তুতে খিলোনে); তেরী ছোটি সি ভুল (শিক্ষা); ইয়ে নায়না ইয়ে কাজল (দিল সে মিলে দিল); গাও মেরে মন (আপনে পরায়ে); পিয়া হি জিনে কি (আরমান); পিয়ার মাঙ্গা হ্যায় তুমহি সে; কে পাগ ঘুঙ্গরাও বান্ধ মিরা নাচি থি।বেশ কিছু গজল গানও রচনা করেছেন তিনি। কিসি নজর কো তেরা ইন্তেজার আজ ভি হ্যায় (এইতবার); আওয়াজ দি হিয়া (এইতবার) তার মধ্যে অন্যতম।
তথ্য : শুভদীপ বন্দ্যোপাধ্যায় ব্লগ,উইকিপিডিয়া