সম্প্রীতি এক ভিডিও পুরো নেট দুনিয়ায় তোলপাড় করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি মোষের মাথায় পাখির বাসা সহ অনেকগুলি ডিম রয়েছে। এমন ভিডিও সচরাচর দেখা যায়না বললেই চলে। এমন অনেক ভিডিও আছে যেগুলি দেখে মানুষ অবাক হয়, অনেক ভিডিও আছে যে গুলি দেখে মানুষ দুঃখ প্রকাশ করে, অনেক ভিডিও দেখে মানুষ নিজের রাগ প্রকাশ করে, কিন্তু আজকের এই ভিডিওটা দেখে প্রায় সবাই অবাক হয়েছে এবং প্রশ্ন করেছে যে কিভাবে এটা সম্ভব? চলুন বিস্তারিত জেনে নিই ভিডিওটা সম্পর্কে।
২ সপ্তাহ আগেই @MdZahirAdil নামে এক ইউটিউব চ্যানেলে এমন এক শর্ট ভিডিও রূপে ভিডিওটি প্রকাশ পায়। ভিডিওতে দেখা যায় তিনটি ডিমসহ একটি পাখির বাসা বন্য মহিষের মাথায় আছে। এবং সেই মহেশটি ওই পাখির বাসা নিয়েই জলাশয়ে কিনবা বনের অন্যান্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে।
বন্য প্রাণীটির একটুও বিরক্ত লাগছে না। এমনি করেই সে পুরো দিনটা সে কাটিয়ে দিচ্ছে। এমনকি জলাশয়ে জল খাচ্ছে ওই বন্য প্রাণীটি। ভিডিওটি ছাড়ার সাথে সাথেই ভাইরাল হয়েছে। প্রায় মানুষ কমেন্টে লিখছে কিভাবে এমনটা হতে পারে। আবার অনেকে নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছে না।
এখনও পর্যন্ত ভিডিওটিতে ২ মিলিয়নের কাছাকাছি ভিউ রয়েছে এবং ১ লক্ষের উপরে লাইক রয়েছে। দিন দিন ভিডিওটির ভিউ বেড়েই চলেছে। মানুষ পোছন্দ করছে ঠিক তেমনি। এমন ভিডিও ও খবর নিয়মিত পেতে আমাদের সাথে জুড়ে থাকুন।