বাজেরিগার পাখিগুলি Parakeet গোষ্ঠীর এক অন্যতম জনপ্রিয় সদস্য। পুরো পৃথিবীজুড়ে এই পাখিগুলি বাড়িতে পোষা হয়. অনেকে জানে না যে বাজরিগার (Budgerigar) পাখি হল অস্ট্রেলিয়ার বাসিন্দা। অস্ট্রেলিয়াই গেলেই দেখতে পাওয়া যাবে এই সমস্ত পাখিদের ভিড়ের মেলা। তবে এই পাখিগুলি সম্পর্কে এমন কিছু অজানা তথ্য আছে যেগুলি শুনলে আপনি চমকে যাবেন। যেমন পাকিগুলি বিভিন্ন রঙের (সাদা, কালো, সবুজ, নীল, লাল, রেইনবো) হতে পারে। এছাড়াও এই পাখিগুলিকে খুব সহজেই পোষ মানিয়ে আপনি আপনার কাছে রাখতে পারবেন। এবার চলুন বাজেরিগার প্রজাতির পাকিগুলি সম্পর্কে আরো কিছু অজানা তত্থ জানা যাক।
বাজেরিগার পাখিগুলি ৭ থেকে ৮ইঞ্চি হতে পারে। এই সমস্ত পাখিগুলির সারাশরীর উজ্জ্বল সবুজ কিংবা হলুদ রঙের ভর্তি হয়ে আছে, এছাড়াও আরো অনেক রঙের পালক দ্বারা আবৃত আছে এই সমস্ত পাখিদের। আর এই পাখিগুলি হল যথেষ্ট বন্ধুর্তপূর্ণ আচরণ সম্পূর্ণ। পাখাগুলি যথেষ্ট বুদ্ধি সম্পূর্ণ, বিভিন্ন উপায়ে খুব সহজেই এদেরকে ট্রেন করা যাই।
এরা খুব জোরে জোরে আওয়াজ, গান, এবং কথা বলতে পারে। এরা জঙ্গলে ৭ থেকে ৮ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং যথেষ্ট সেবা যত্নের মাদ্ধমে এদেরকে ১৫ বছর পর্যন্ত বাঁচানো সম্ভব। এরা সাধারণত বীজ, বিভিন্ন ফল, এবং শাকসবজি খেয়ে থাকে।
এরা একবার জোড়া করলে তার সঙ্গীর সাথেই সারাজীবন কাটিয়ে দিতে পারে। এরা নিজেদের চামড়া এবং পায়ের সাহায্যে নিঃশাস নিতে পারে। এই পাখিগুলি খুব পরিমানে একটিভ হয়ে থাকে সেইজন্যে এদের নিয়মিত ব্যায়াম ও খাবার প্রয়োজন হেলথি থাকার জন্য। এই পাখিগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় কালার হল নীল, সাদা, হলুদ, এবং ভিওলেট।
বনে এই পাখিগুলি একসাথে অনেকজন মিলে বসবাস করে. তারা একসাথে অনেকধরণের কল ও আওয়াজ করে নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকে। এমনকি এরা মানুষের আওয়াজ নকল করতে পারে, যদিও সমস্ত বাজেরিগার এটা পারে না। যথেষ্ট পরিমানে ট্রেনিঙ পেলে এই পাখিগুলি খুব সহজেই বিভিন্ন শব্দ শিখতে পারে।
আপনার বাচ্চাদের জন্য বাজেরিগার হল এক জনপ্রিয় পাখি। আর এই পাখিগুলি ঘরে থাকে আপনি দেখবেন পারার সমস্ত বাচ্চারা একবার না একবার আপনাদের বাড়িতে আসবেই। আর এদের যত্ন নেয়াও যথেষ্ট পরিমানে সহজ কাজ.