Google Pixel 7A আগামী ১১ মে লঞ্চ হতে চলেছে, কি কি থাকছে লঞ্চের আগেই জেনে নিন

Google Pixel 7a 5G launch date

আজ ২ May মঙ্গলবার গুগল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি পোষ্টারের মাধ্যমে কনফার্ম করেছে যে তারা তাদের পিক্সেল সিরিজের Google Pixel 7a 5G স্মার্টফোন আগামী ১১ মে লঞ্চ করতে চলেছে। চলুন এবার লঞ্চের আগেই বিভিন্ন ফাঁসকারীদের কাছ থেকে এই স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিই।

Google Pixel 7a 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

বিগত কয়েক বছর ধরে গুগল পিক্সেল স্মার্টফোনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাবহার করা হয়েছে, কিন্তু এবার প্রথমবারের মতো এই সিরিজের স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাবহার করা হবে, যা এই স্মার্টফোনের ফটোগ্রাফি ও ভিদেওগ্রফিকে অন্য পর্যায়ে নিয়ে যাবে। এছাড়াও থাকবে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা উইড ক্যামেরা এবং ১০.২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Google Pixel 7a 5G স্মার্টফোনে ডিসপ্লে হিসাবে থাকতে চলেছে ৯০ হার্টস রিফ্রেস রেট সম্পূর্ণ ৬.১ ইঞ্চির একটি OLED ডিসপ্লে। আর ফোনের প্রসেসর হিসাবে থাকতে চলেছে Google Tensor G2 চিপসেট। এছাড়াও LPDDR5 RAM ও UFS3.1 স্টোরেজ সাপোর্ট অবশ্যই থাকবে।

এই স্মার্টফোনের অন্যান্য ফিচারগুলোর মধ্যে থাকতে চলেছে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম, ৮ জিবি রেম, ১২৮/২৫৬ জিবি স্টোরেজ সাপোর্ট, টাইটান M2 সিকিউরিটি চিপ, 5 ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং WiFi 6E সাপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *