আজ শুক্রবার ২৮ এপ্রিল, Google Pixel 7a 5G স্মার্টফোন সম্পর্কে কিছু অবাক করার মতো তথ্য বেরিয়ে আসলো। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে আগামীতে লঞ্চ হতে চলা Google Pixel 7a 5G স্মার্টফোনে থাকতে ৬৪ মেগাপিক্সেলের Sony IMX787 ক্যামেরা সেন্সর, সাথে থাকবে ১২ মেগাপিক্সেলের আরো একটি ক্যামেরা। চলুন এবার এই স্মার্টফোনের আরো কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিই।
Google Pixel 7a 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার
বিগত কয়েক বছর ধরে গুগল পিক্সেল স্মার্টফোনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাবহার করা হয়েছে, কিন্তু এবার প্রথমবারের মতো এই সিরিজের স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাবহার করা হবে, যা এই স্মার্টফোনের ফটোগ্রাফি ও ভিদেওগ্রফিকে অন্য পর্যায়ে নিয়ে যাবে। এছাড়াও থাকবে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা উইড ক্যামেরা এবং ১০.২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
#Google Pixel 7a 5G specifications.
— Abhishek Yadav (@yabhishekhd) April 27, 2023
6.1" FHD+ OLED display
90Hz refresh rate
Tensor G2 chip
LPDDR5, UFS 3.1
Titan M2 security chip
Android 13
64MP IMX787+12MP rear
10.8MP front
8GB RAM
128GB 256GB storage
5 watt wireless charging
WiFi 6E
Via:https://t.co/i05kWf3GGp#Pixel pic.twitter.com/krFPTvPdnQ
Google Pixel 7a 5G স্মার্টফোনে ডিসপ্লে হিসাবে থাকতে চলেছে ৯০ হার্টস রিফ্রেস রেট সম্পূর্ণ ৬.১ ইঞ্চির একটি OLED ডিসপ্লে। আর ফোনের প্রসেসর হিসাবে থাকতে চলেছে Google Tensor G2 চিপসেট। এছাড়াও LPDDR5 RAM ও UFS3.1 স্টোরেজ সাপোর্ট অবশ্যই থাকবে।
এই স্মার্টফোনের অন্যান্য ফিচারগুলোর মধ্যে থাকতে চলেছে অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম, ৮ জিবি রেম, ১২৮/২৫৬ জিবি স্টোরেজ সাপোর্ট, টাইটান M2 সিকিউরিটি চিপ, 5 ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং WiFi 6E সাপোর্ট।