Alienware Laptop: জীবনে কিনতে না পারলেও একবার দেখে নিন ৪ লাখ টাকার গেমিং ল্যাপটপে কি আছে

Alienware M18 গেমিং ল্যাপটপ

আমরা সাধারনত ৩০ হাজার থেকে ৮০ টাকার ল্যাপটপের কথা বেশি বেশি শুনি, কিন্তু আপনি কি কখনো ৪ লক্ষ টাকা দামের ল্যাপটপ সম্পর্কে শুনেছেন? হ্যা আপনি ঠিকই শুনেছেন পৃথিবীতে ৪ লাখ টাকা দামের ল্যাপটপ আছে যেটিতে এমন কিছু আছে যা দেখলে মাথা ঘুরে যাবে। ল্যাপটপটিতে উন্নতমানের RTX 40 সিরিজের গেমিং গ্রাফিক্স এর সাথে আছে ১৬৫ হার্টস রিফ্রেস রেটের ডিসপ্লে, আছে আরো অনেক ফিচার। চলুন একে একে জেনে নিই ফিচারগুলো সম্পর্কে।

ডিসপ্লে ও দাম: Alienware এর থেকে আসা গেমিং ল্যাপটপটির পুরো নাম Alienware m18 গেমিং ল্যাপটপ। এই গেমিং ল্যাপটপে আছে ১৬৫ হার্টস রিফ্রেস রেট সম্পূর্ণ ১৮ ইঞ্চির একটি QHD+ LCD ডিসপ্লে, যেটির রেসপন্স টাইম হলো ৩ ms, আছে NVIDA G Sync, এবং ১০০% ডিসিআই পি৩ কালার গেমেট। গেমিং ল্যাপটপ টির দাম হল ভারতীয় টাকায় ₹৩,৬৯,৯৯৯ টাকা

প্রসেসর এবং জিপিইউ: Alirnware M18 ল্যাপটপে আছে উন্নতমানের ১৩ জেনারেশনের Intel i9 প্রসেসর, যেটিতে আছে ২৪ কোর এবং ৩২ থ্রেডস। আর গেমিং প্রসেসর হিসাবে আছে NVIDIA GeForce RTX 4080, ১২ জিবির GDDR6 গেমিং গ্রাফিক্স।

RAM, স্টোরেজ এবং অপারেটিং সিস্টেম: Alienware m18 গেমিং ল্যাপটপ আছে ৪৮০০ MHz সম্পূর্ণ ৩২ জিবি DDR5 রেম সাপোর্ট, স্টোরেজ হিসাবে আছে ১ টিব NVME PCIe সাপোর্ট, এবং উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের সাপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *